উত্তরদিনাজপুর

স্কুল ও মন্দিরের মাঝে বিলিতি মদের দোকান যেন না করা হয় তা নিয়ে আবগারি দপ্তরে ডেপুটেশন দিলেন এলাকার মহিলারা

রায়গঞ্জ শহরের প্রানকেন্দ্র এম জি রোডে মন্দির ও স্কুল দ্বারা পরিবেষ্টিত এলাকায়   বিলিতি মদের দোকান করতে না দেওয়ার দাবিতে মঙ্গলবার  উত্তর দিনাজপুর জেলা আবগারি দপ্তরের আধিকারিককে ডেপুটেশন দিলেন এলাকার মহিলারা। এলাকার মহিলাদের দাবি, ওই এলাকায় মদ বিক্রি ও মদ পান করার দোকান চালু হলে এলাকার সুস্থ পরিবেশ নষ্ট হবে এবং স্কুল যাওয়া আসার পথে  ছাত্র-ছাত্রীদের মনেও কুপ্রভাব পরতে পারে এই আশঙ্কা করছেন এলাকার মহিলারা। জেলা আবগারি দপ্তরের আধিকারিক তপন কুমার মাইতি জানান বিষয়টি খতিয়ে দেখে তবেই মদের অন শপ  চালুর অনুমতি দেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
  রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধী রোডে একদিকে বহু প্রাচীন রাধাগোবিন্দ মন্দির, অপরদিকে একটি হিন্দি স্কুল তারই মাঝে একটি বিলিতি মদের অন শপ খোলার প্রতিবাদে ওই এলাকার মহিলা বাসিন্দারা প্রতিবাদে নেমে আজ কর্নজোরাতে জেলা আবগারি দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন দেন। আন্দোলনকারী মহিলাদের দাবি তারা কিছুতেই ওই এলাকায় মদের দোকান খুলতে দেবেন না। এলাকাবাসীর শিক্ষা ও ধর্মীয় ভাবাবেগে যাতে আঘাত না হানা হয় সেজন্য আবগারি আধিকারিকের দ্বারস্থ হন তারা।